৩রা ফেব্রুয়ারি, ২০২৫

দক্ষিণ আফ্রিকার তহবিল বন্ধের হুঁশিয়ারি ট্রাম্পের

দক্ষিণ আফ্রিকার তহবিল বন্ধের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ তুলেছেন, দক্ষিণ আফ্রিকায় নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে খুব বাজে আচরণ করছে দেশটির সরকার। এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত দেশটির জন্য তহবিল বন্ধ করে দেবেন তিনি। সোমবার (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেছেন, দক্ষিণ আফ্রিকায় জমি বাজেয়াপ্ত করা হচ্ছে এবং সেখানে নির্দিষ্ট কিছু মানুষের সঙ্গে খুব বাজে আচরণ করা হচ্ছে। কোনোভাবেই এ পরিস্থিতির পক্ষে দাঁড়াবে না যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, পরিস্থিতির পূর্ণাঙ্গ তদন্ত না হওয়া পর্যন্ত আমি দক্ষিণ আফ্রিকার ভবিষ্যতের সকল তহবিল বন্ধ করে দেব।

মার্কিন সরকারের সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকাকে প্রায় ৪৪০ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ বছর দক্ষিণ আফ্রিকায় জি-২০ সম্মেলনে অনুষ্ঠিত হবে। এরপর আগামী বছর যুক্তরাষ্ট্র এ সম্মেলনের আয়োজন করবে।

মন্তব্য করুন