এম.এ রশিদ সিনিয়র প্রতিবেদক:
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবার পাসের হার ৭৭ দশমিক ৭৮ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। এবারও ছেলেদের চেয়ে পাস আর জিপিএ ৫ এ এগিয়ে মেয়েরা।
মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টার কিছু আগে অনলাইনে উন্মুক্ত করা হয় রেজাল্ট। ফলাফল ঘোষণা করেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার।
এবার নারী শিক্ষার্থীরা জিপিএ ৫ পেয়েছে ৮০ হাজার ৯৩৩ জন, ছেলেদের মধ্যে এ সংখ্যা ৬৪ হাজার ৯৭৮। এবার ৪ দশমিক ৩৪ ভাগ ছাত্রী বেশী পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে বেশী পেয়েছে ১৫ হাজার ৯৫৫ জন ছাত্রী।
এবার আগের বছরের চেয়ে ৫৩ হাজার ৩১৬ জন জিপিএ ৫ বেশি পেয়েছে। আর পাসের হার কমেছে দশমিক ৮৬ ভাগ।
এবার ফল প্রকাশে নেই আগের মতো আনুষ্ঠানিকতা। কোনো বিভাগের শিক্ষার্থীদের পাঁচটি, কারও ছয়টি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বাকি পরীক্ষাগুলো বাতিল হওয়ায় সেগুলোর ফল এসএসসি’র ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়। ৩০ জুন শুরু হয় এইচএসসি ও সমমান পরীক্ষা। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন।