৫ই ফেব্রুয়ারি, ২০২৫

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত

হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার
ছবি সংগৃহীত

খবরের আলো অনলাইন ডেস্ক:

 

ইসরায়েলি আর্মি বলছে, হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার নিহত হতে পারেন। তবে হামাসের দিক থেকে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। আইডিএফ বলছে, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গাজায় এক হামলায় ৩ জন মারা যান। এরমধ্যে একজন সিনওয়ার হতে পারেন। তবে বিষয়টি নিশ্চিত নয়। খবর এবিসি নিউজের।

 

আইডিএফ এক্সে (টুইটার) দেওয়া এক পোস্টে বলে, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। যে বিল্ডিংএ হামলা চালানো হয়, সেখানে মোটে ৩ জন ব্যক্তি নিহত হয়। ধারণা করা হচ্ছিলো, হামাস প্রধান সিনওয়ার আত্মরক্ষার জন্য বন্দীদের ঢাল হিসেবে করতেন। তবে এখানে তেমন কোনো নমুনা পাওয়া যায়নি, যাতে নিশ্চিত হওয়া যায় ইয়াহিয়া সিনওয়ার নিহত হয়েছেন।

 

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তারা পরিচয় নিশ্চিতের জন্য মৃতদেহের ডিএনএ পরীক্ষা করবে।

 

আইডিএফ এবং ইসরায়েলি পুলিশ জানিয়েছে, ডিএনএ টেস্টের পরেই জানা যাবে সিনওয়ার জীবিত নাকি মৃত। পরবর্তীতে এইসব নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

 

৬২ বছর বয়সী সিনওয়ার ২০১৭ সাল থেকে গাজার হামাস নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত জুলাইয়ে ইসমাইল হানিয়ার মৃত্যু হলে তিনি হামাস প্রধান হিসেবে দায়িত্ব নেন।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার প্রধান পরিকল্পনাকারী ছিলেন এই ইসমাইল হানিয়া। এই হামলায় ১২’শ ইসরায়েলি নিহত হয়। হামাস কর্তৃক বন্দী হন আরও অনেক ইসরায়লি।

 

 

মন্তব্য করুন