সোমবার, ০৮ মার্চ ২০২১, ০৩:০৬ অপরাহ্ন
খবরের আলো :
এবারের মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে এ বছর সুন্দরীর মুকুট ছিনিয়ে নেন তিনি।
রোববার রাতে রাজধানীর বসুন্ধরা কনভেনশন সিটির রাজদর্শন হলে আয়োজিত গ্র্যান্ড ফাইনালে তার মাথায় মুকুট পরিয়ে দেয়া হয়।
ঐশীর বাড়ি বরিশাল বিভাগের পিরোজপুর জেলার মাটিভাঙা গ্রামে। চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করা এ সুন্দরী একজন বিতার্কিক।
প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও যুক্ত আছেন নাচে। আঁকাআঁকি, লেখালেখি, গান ও উপস্থাপনায়ও তার সমান আগ্রহ।
সাঁতারে পারদর্শী এই সুন্দরীর ইচ্ছে মানবসেবায় নিজেকে নিয়োজিত করা। ভবিষ্যতে বাল্যবিয়ে নিয়ে জনসচেতনতা তৈরির কাজ করতেও আগ্রহী ১৮ বছরের ঐশী।
এবারে প্রথম রানার্সআপ হয়েছেন নিশাত নাওয়ার সালওয়া ও দ্বিতীয় রানার্সআপ নাজিবা বুশরা। সেরা নির্বাচিত হওয়ায় আগামী ৭ ডিসেম্বর চীনে অনুষ্ঠেয় বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ঐশী।