সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১১:৪১ অপরাহ্ন
রাজু হাওলাদার বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় কাঁশর-মাস্টার বাড়ী সড়কে ডোবালিয়া পাড়া নামক একটি স্থানে কাভার্ড ভ্যান চাপায় মহিলা নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা যায়।
(০৯ ডিসেম্বর) রবিবার দুপুরে নিহত সরলা আক্তার বাসা থেকে খাবার খেয়ে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় মোজাদ্দেদ ট্রান্সপোর্ট এজেন্সির (ঢাকা মেট্রো ট-১৬-২১৮২) কাভার্ড ভ্যান চাপা দিলে সরলা আক্তার (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে।
নিহত সরলা আক্তার সোনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের মোঃশাহ আলমের স্ত্রী। সে ডোবালিয়া নামক একটি এলাকায় বাসা ভাড়া থেকে আরিফ স্পিনিং ও বিভিন্ন মিলে হাজিরা শ্রমিকের কাজ করতো বলে জানা যায়।