শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৩০ অপরাহ্ন
খবরের আলো :
আনোয়ার হোসেন শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাউরাইদ এলাকার সি এন জি স্ট্যান্ড হয়তে দেহ তল্লাসি করে ৫০০ গ্রাম গাজা সহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করে শ্রীপুর থানা পুলিশ।
গ্রেফতার কৃতরা হলেন:১/হারান চন্দ্রদাস(২৯)পিতা:মৃত;ওমেশ।
সাং কাউরাইদ থানা শ্রীপুর, জেলা গাজীপুর ২। হাবিবুর রহমান (২৪) পিতা মৃত;সিদ্দিকুর রহমান সাং বর বরাই (কুদ্দুস মেম্বারের বড়ী থানা পাগলা জেলা ময়মনসিংহ। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জনাব জাবেদুল ইসলামের দিক নির্দেশনায় গত শনিবার(২৯ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে রাত দশটার দিকে এই অভিযান পরিচালনা করেন এস আই মোঃ শহিদুল ইসলাম মোল্লা।
এলাকার অনেকের সাথে কথা বলে জানাযায়,এই দুই মাদক বিক্রেতা দীর্ঘ দিন যাবৎ এই মাদকের ব্যাবসার সাথে জরিত আছে।স্কুল-কলেজ পড়ুয়া ছাত্র সহ বিভিন্ন পেশার মানুষকে এই মাদকের দিকে আগ্রহ তৈরি করে আসছিলো এই মাদক ব্যাবসায়ী।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ জনাব জাবেদুল ইসলাম জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আজ সকালে গাজীপুর জেলা কোর্টে হস্তান্তর করা হয়েছে।