শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৭:০২ পূর্বাহ্ন
খবরের আলো :
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার কালিগঞ্জে পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিঃ এর জনপ্রিয় এককবীমার গ্রাহকদের মেয়াদপুর্তী চেক প্রদান অনুষ্ঠান রবিবার (১ অক্টোবর ) সকাল ১২ টায় অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীর কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে জনপ্রিয় এককবীমার জি এম (উঃ) শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে এবং শাখা ম্যাননেজার এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডি এম সিরাজুল ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক এসএম আহম্মদ উল্যাহ বাচ্ছু, কাজী আলাউদ্দীন কলেজের প্রভাসক জয়দেব ককুমার বিশ্বাস, পপুলার লাইফ ইনস্যুরেন্স এর জনপ্রিয় এককবীমার শ্যামনগর ম্যানেজার আশুতোষ মন্ডল প্রমুখ। জনপ্রিয় এককবীমার পৃথক ৩ জন গ্রাহকের মাঝে ৩ লক্ষ টাকার চেক বিতরন করা হয়।