সোমবার, ০৮ মার্চ ২০২১, ১২:২২ অপরাহ্ন
টি-সেলের প্রোটিন নিয়ে সক্রিয়ভাবে টিউমার কোষকে আক্রমণ থেকে শরীর ও শীরের প্রধান ইমিউন কোষকে রক্ষা করে ক্যানসার থেরাপির জন্যই দুইজন বিজ্ঞানীকে এ বছর নোবেল দেয়া হয়েছে।
গত বছর চিকিৎসায় নোবেল পান ৩ মার্কিন বিজ্ঞানী। শরীরবৃত্ত ও ভেষজবিদ্যায় নোবেল পুরস্কার জিতেন জেফ্রি সি হল, মাইকেল রসব্যাশ ও মাইকেল জে ইয়ং৷
উল্লেখ্য, সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল ১৮৯৫ সালে তার উপার্জিত অর্থ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার হিসেবে দিতে একটি উইল করে যান। ১৯০১ সাল থেকে সারা পৃথিবীর বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুরস্কার দিয়ে আসছে নোবেল কমিটি। নরওয়ের রাজধানী অসলো থেকে শুধু শান্তিতে নোবেল পুরস্কার দেয়া হয়। বাকি পুরস্কার ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয় সুইডেনের রাজধানী স্টকহোমে। গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণমূলক বিভিন্ন খাতে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ মোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার দেয়া হয়। শাখাগুলো হলো- পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি।