শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০১:২৪ অপরাহ্ন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ( বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে অচিরেই চালু হবে লিভার ট্রান্সপ্ল্যান্ট অস্ত্রোপচার কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের পক্ষ থেকে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগকে সব ধরনের সহায়তা দেয়া হবে।
তিনি বলেন, লিনিয়ার এক্সিলেটর মেশিন না থাকায় ক্যান্সারে আক্রান্ত রোগীদের রেডিওথেরাপি দেয়া সম্ভব হচ্ছে না। রোগীদের সুবিধার্থে সব প্রতিবন্ধকতা পেরিয়ে লিনিয়ার এক্সিলেটর মেশিন ক্রয় করা হবে, চালু হবে ক্যান্সারে আক্রান্ত রোগীদের জন্য রেডিওথেরাপি কার্যক্রম।
বুধবার বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের শহীদ ডা. মিলন হলে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সার্জারি’ বিষয় লাইভ ওয়ার্কশপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক অ্যান্ড লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওয়ার্কশপে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।
লাইভ ওয়ার্কশপে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন সিঙ্গাপুরের গ্লেনগ্লেস হসপিটালের ডা. রবিশংকর কে দিদ্দাপুর, মাউন্ট এলিজাবেথ হাসপাতালের ডা. তৌফিক ইসলাম।
কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন সোসাইটি অব সার্জন্স অব বাংলাদেশের (এসওএসবি) মহাসচিব অধ্যাপক এ বি এম খুরশিদুল আলম। স্বাগত বক্তব্য দেন অধ্যাপক ডা. মোহাম্মদ মোহছেন চৌধুরী। ধন্যবাদ জ্ঞাপন করেন সহযোগী অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস। ওয়ার্কশপে দেশের সংশ্লিষ্ট চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।