বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৬:৪৩ অপরাহ্ন
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার তালা কলারোয়া আসনের বিএনপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব তার দলীয় নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ এনেছেন। এ নির্বাচনে এখনও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি জানিয়ে তিনি আরও বলেন পুলিশ বিনা কারণে নেতাকর্মীদের গ্রেফতার করছে। তাদের বাড়িতে থাকতে দিচ্ছে না।
বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব বৃহস্পতিবার সকালে পাটকেলঘাটা এলাকায় গনসংযোগকালে এসব কথা বলেন। তিনি বলেন তার দলের কর্মীরা কাজ করতে পারছেন না। তাদের পোস্টার ছিড়ে ফেলা হচ্ছে অভিযোগ করে তিনি আরও বলেন এসব বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে। তারপরও মারপিট ও বিনা কারণে গ্রেফতার বন্ধ হয়নি। মনোনয়ন প্রাপ্তির পর থেকে শতাধিক কর্মীকে গ্রফতার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
গনসংযোগকালে হাবিবুল ইসলাম হাবিব বলেন তার নির্বাচনী আসনের তালা কলারোয়া ও পাটকলঘাটা থানা এলাকার সরকারদলীয় কয়েকজন চেয়ারম্যানের নেতৃত্ব মারপিট ও পোস্টার ছেঁড়ার কাজ চলছে। অনেক স্থানে তারা ধানের শীষ প্রতীকের পোস্টার সাঁটতেও দিচ্ছে না। তিনি এ এসব বন্ধের আহবান জানান।