মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ০৫:১৪ অপরাহ্ন
খবরের আলো :
মো: জসীম উদ্দীন চৌধুরী: গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় আগুন লেগে একটি বসতবাড়ি পুড়ে গেছে।সোমবার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার ফজলুল হকের একটি বাড়িতে অগ্নিকাÐের এ ঘটনা ঘটে।
ফজলুল হক জানান, তার ওই বাড়িটিতে বিভিন্ন কারখানার শ্রমিকরা ভাড়া থাকেন। সকালে তারা কর্মস্থলে যাওয়ার পর একটি ঘর থেকে অগ্নিকাÐের সূত্রপাত হয়। এলাকাবাসী গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।
“আগুনে ১৪টি ঘর এবং ঘরে থাকা আসবাবপত্র, টিভিসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।”
জয়দেবপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো জাকির হোসেন দৈনিক খবরের আলোকেবলেন, খবর পেয়ে তারা রওনা হয়েছিলেন। কিন্তু এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলছে জানতে পেরে তারা রাস্তা থেকেই ফিরে যান।