সোমবার, ০১ মার্চ ২০২১, ০৪:২৩ পূর্বাহ্ন
খবরের আলো :
ফেইসবুকে এত দিন শুধু বন্ধু খোঁজা যেত। এখন থেকে মনের মানুষও খুঁজে পাওয়া যাবে। এ জন্য চালু করা হয়েছে নতুন সেবা ‘ডেটিং’।
কলম্বিয়ার ইন্টারনেট ব্যবহারকারীদের কারণেই ‘ডেটিং’ চালুর বিষয়ে ফেইসবুক উদ্বুদ্ধ হয়েছে। ফেইসবুকের পণ্য ব্যবস্থাপক নাথান শার্প জানান, অনলাইন ডেটিং সেবা ব্যবহারে কলম্বিয়াবাসী খুবই আগ্রহী। শহরের পাশাপাশি গ্রামে বসবাসকারীরা আগে থেকেই অনলাইনে নানা ধরনের ডেটিং সেবা ব্যবহার করে। বিষয়টি বিবেচনায় নিয়েই ফেইসবুক আপাতত কলম্বিয়ায় ‘ডেটিং’ উন্মুক্ত করেছে। পরে অন্যান্য দেশেও সেবাটি চালু করা হবে।
এদিকে ফেইসবুকের বার্ষিক ডেভেলপার কনফারেন্সে প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ জানিয়েছেন, নিবন্ধন করা ২০ কোটিরও বেশি ফেইসবুক ব্যবহারকারী একা বা জীবনসঙ্গী নেই। জীবনসঙ্গী খুঁজে নিয়ে তাদের একাকিত্ব ঘোচাতে সাহায্য করবে সেবাটি।
নতুন এ সেবা ফেইসবুক অ্যাপের মধ্যে ব্যবহার করা গেলেও আলাদা প্রফাইল তৈরি করতে হবে। মূল ফেইসবুক বন্ধুরা এই প্রফাইল দেখতে পারবে না। জীবনসঙ্গী খুঁজতে থাকা ব্যক্তিরাই শুধু প্রফাইলটি দেখতে পারবে।