শনিবার, ২১ মে ২০২২, ০৩:০৯ পূর্বাহ্ন
খবরের আলো :
মোঃ জাকির হোসেন : ঢাকা জেলার ধামরাই উপজেলার সূয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামের অধিবাসী কৃষক মোঃ আবুল হোসেন (৫০) কে গলা কেটে হত্যা করেছে তার বড় পুত্র মোঃ লিটন মিয়া (২৫)। ঘটনার পরের দিন মা ও ছেলেকে জিজ্ঞাসাদের জন্য আটক করেছিলেন পুলিশ এবং লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। পুলিশ জিজ্ঞাসাবাদ করার পর লিটন মিয়া স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে যে, সে নিজেই তার বাবাকে হত্যা করেছে। হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত নেই বলে জানায়। ফলে তার মাকে ছেড়ে দিয়েছে পুলিশ। জানা গেছে, লিটন মিয়া তার বাবা, মা ও ছোট বোনকে নেশাদ্রব্য খাইয়ে দিলে তারা ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে লিটন তার বাবাকে গলা কেটে হত্যা করে তার হাতের ধারালো অস্ত্র ফেলে দিলে মায়ের ঘুম ভেঙ্গে যায়। তখন তার মা ও ছোট বোন কান্নাকাটি করলে আশে-পাশের মানুষ চলে আসে। কেউ জিজ্ঞাসাবাদ করলে আবুলের (দ্বিতীয়) স্ত্রী বলেনÑ কে বা কারা আমার স্বামীকে হত্যা করেছে তা আমি জানি না। নিহত আবুল উপজেলার সূয়াপুর ইউনিয়নের কুটিরচর গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।