ফেনীতে ১২ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ আবদুল হক (৩২) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ মাদক পাচারকারী আবদুল হককে আটক করা হয়। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।