বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১, ১২:১৭ অপরাহ্ন
মোঃ জাকির হোসেন : ভোট চাওয়ায় ব্যাস্ত সকল নেতা কর্মী। ধামরাইয়ের ইসলামপুর এলাকায় আসন্ন একাদশ জাতীয় সসংসদ নির্বাচন ১৯৩ ঢাকা- ২০ আসনের আওয়ামীলিগের মননীত পার্থী বীর মুক্তিযোদ্ধা জনাব আলহাজ্ব বেনজীর আহমদ এর জন্য নৌকা মার্কায় ভোট চাইছেন এ্যাডভোকেট সোহানা জিয়াসমিন – মহিলা ভাইস চেয়ারম্যান ধামরাই উপজেলা। এছারাও সাথে ছিলেন মহিলা আওয়ামীলীগের সকল নেত্রী গন তার সাথে ছিলেন। এসময় বিশেষ সাক্ষাতকারে সোহানা জিয়াসমিন বললেন ‘বাংলাদেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, এই ধারা অব্যাহত রাখতে পারেন শুধুমাত্র শেখ হাসিনা। শেখ হাসিনা আবার নির্বাচিত না হলে দেশ বিশ বছর পিছিয়ে যাবে।’ এ সময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর সারাদিন নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি। ধামরাই -২০ আসনে সংসদ সদস্য পদপার্থী জনাব বেনজীর আহমদ বিজয় লাভ করলে ধামরাইয়ে ব্যাপক উন্নয়ন হবে। তাই সকলকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহব্বান জানয়।