বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১, ০৬:০৪ পূর্বাহ্ন
খবরের আলো :
ফেসবুকের মত হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন প্রচার হচ্ছে শিগগিরই। আইওএস ডিভাইস ব্যবহারকারীদের হোয়াটসঅ্যাপ অ্যাপে এই বিজ্ঞাপন প্রদর্শিত হবে। এরপর অ্যানড্রয়েড ডিভাইসেও বিজ্ঞাপন দেখাবে হোয়াটসঅ্যাপ।
আপাতত শুধুমাত্র হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বিজ্ঞাপন দখানো হবে। ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিজের মতোই কাজ করে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। কোন পোস্টের ২৪ ঘন্টা পরে সেই পোস্ট নিজে থেকেই ডিলিট হয়ে যায়। প্রায় এক বছর আগে লঞ্চ হয়েছিল এই ফিচার।
ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা পেয়েছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। এবার এখানেই বিজ্ঞাপন দেখানোর পরিকল্পনা শুরু করেছে ফেসবুক। প্রসঙ্গত ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিজের ভিতরেও শিগগিরই বিজ্ঞাপন দেখানো শুরু করবে ফেসবুক।
তবে কবে থেকে হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানো হবে তা জানা যায়নি। ফেসবুকের বিজ্ঞাপন দেওয়ার প্ল্যাটফর্ম ব্যবহার করেই হোয়াটসঅ্যাপে বিজ্ঞাপন দেখানো শুরু হবে।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে বিজ্ঞাপন দেখানোর এই ফিচার ফেসবুক ও ইনস্টাগ্রামেও শিগগিরই চলে আসবে। প্রধানত বড় কোম্পানিগুলির কাছ থেকে এই বিভাগে বিজ্ঞাপন নেওয়া হবে।