রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১২:২৬ অপরাহ্ন
খবরের আলো :
ভূমিকম্প ও সুনামিতে মৃত্যু উপত্যকায় পরিণত ইন্দোনেশিয়া। এ পর্যন্ত সুনামিতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩৪ জনে।
মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বলছে, গতকালের দেয়া ৮৪৪ জনের মৃতের সংখ্যা এখন ১২৩৪ জনে।
কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে যে ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি মানুষের প্রাণহানি ঘটতে পারে। এখনও অনেক মানুষ ধসে পড়া ভবনের নিচে আটকা পড়ে আছে বলেও জানান তারা। এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লা বলেছিলেন, প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাবে।
ভয়াবহ এ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ২ লাখ মানুষ গৃহহারা হয়ে পড়েছে। এছাড়াও কয়েক হাজার মানুষ এখনও বিপর্যস্ত এলাকায় আটকে আছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তারা। জরুরী সহায়তা না করা হলে অনেক মানুষকে বাঁচানো সম্ভব না বলেও জানিয়েছেন তারা।
শুক্রবার দেশটির সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাতহানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। সুনামির ফলে সৃষ্ট ২০ ফুট উঁচু ঢেউ সুলাওয়েসির পালু শহরকে ভাসিয়ে নিয়ে গেছে।