রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৪:৪৩ পূর্বাহ্ন
ইজজিুল ইসলাম , মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মহম্মদপুর উপজেলা সদরের বীরেন শিকদার স্কুল এন্ড কলেজের শেখ রাসেল ল্যাবে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। গত রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ চোরেরদল বিদ্যালয়ের আঠারোটি ল্যাপটপসহ ১টি মনিটর ও ১টি ডিভিআর মেশিন চুরি করে নিয়ে যায়।
স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান জানান, রোববার স্কুল একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ছুটি ছিলো। পূর্ব পরিকল্পিতভাবে চোরের দল এ দিন রাতে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের পিছনের জানালা ভেঙ্গে ল্যাবের কক্ষে প্রবেশ করে রক্ষিত ১৮টি ল্যাপটপ, ১টি মনিটর ও ১টি ডিভিআর মেশিন চুরি করে। যার আনুমানিক মুল্য ২৫ লাখ টাকা। এ সময় চোরের দল সিসি ক্যামেরা ভেঙ্গে রেখে ল্যাবের সামনের দরজা সুরক্ষিত রেখেই অত্যন্ত সুকৌশলে পালিয়ে যায়।
স্কুল এন্ড কলেজের নাইটগার্ড ওহিদুজ্জামান বলেন, সোমবার সকালে তিনি স্কুলে এসে প্রধান শিক্ষকের রুম খোলার পর রুমে মনিটর, ল্যাপটপ এবং ডিভিআর মেশিন দেখতে না পেয়ে প্রধান শিক্ষককে অবহিত করেন।
চুরির ঘটনায় মহম্মদপুর থানার ওসি (তদন্ত) লিটন সরকার ও এস আই মিলন বিদ্যালয় পরিদর্শন করেছেন।