রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ০৫:৪৩ অপরাহ্ন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ নেয়ার আহ্বান জানিয়েছেন ১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।
তিনি বিএনপিকে শোচনীয় পরাজয় থেকে শিক্ষা নিয়ে অতীতের ভুল শুধরে ইতিবাচক রাজনীতি করারও আহ্বান জানান।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৪ দলের সভা শেষে তিনি এ আহ্বান জানান।
নাসিম বলেন, আশা করি, ভুল সংশোধন করে বিএনপি ভবিষ্যৎ দিনগুলোতে ইতিবাচক রাজনীতি করবে।
সেই সঙ্গে ধানের শীষ প্রতীকের নির্বাচিত জনপ্রতিনিধিদের মাথা গরম না করে ইতিবাচক রাজনীতির জন্য সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার আহ্বান জানান তিনি।