সোমবার, ০১ মার্চ ২০২১, ১০:১১ অপরাহ্ন
খবরের আলো :
আন্তর্জাতিক লোক সংস্কৃতি উৎসবে যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ নেত্রকোণায় আসছেন আগামীকাল বুধবার। রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ও বৃত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সভাপতি মোস্তাফা জব্বার জানান, বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম আয়োজিত আন্তর্জাতিক লোক সংস্কৃতি উৎসবে রাষ্ট্রপতি অংশ নেবেন। শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত এই উৎসবে বিকাল ৩টায় প্রধান অতিথি হিসেবে রাষ্ট্রপতি অংশ নেবেন। উৎসবে ভারত ও বাংলাদেশের লোকসংস্কৃতি গবেষক ও শিল্পীরা অংশ নিচ্ছেন।
নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, মোক্তারপাড়া মাঠে সাংস্কৃতিক উৎসবে অংশ নেয়ার আগে রাষ্ট্রপতি শহরের আরামবাগ এলাকায় শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
রাষ্ট্রপতির আগমনে শহর পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তা সংস্কার, উৎসবমঞ্চ নির্মাণ করা হয়েছে।
নেত্রকোণা পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, রাষ্ট্রপতির আগমন উপলক্ষ্যে নেত্রকোণায় নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান করা হয়েছে। র্যাব, বিজিবি, পুলিশ, পিজিয়ার, এসএসএফসহ বিভিন্ন স্তরের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরামের সাধারণ সম্পাদক রাশেদুল শেলী জানান, আন্তর্জাতিক প্রেক্ষাপটে মৈমনসিংহ গীতিকা প্রতিপাদ্যে উৎসব মঞ্চে আলোচনা সভায় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক মো. আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. সাজ্জাদুল হাসান, ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সবুজ কলি সেন, দেব কন্যা সেন, অধ্যাপক যতীন সরকার। শেষে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা।