শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৩:২৯ অপরাহ্ন
রাজু হাওলাদার স্টাফ রিপোর্টার : তিন বোনের এক স্বামী এ যেন সিনেমাকেও হার মানিয়ে দেয় অবিশ্বাস্য হলেও ঘটনার সত্যতা মিলেছে সাভারের তেতুঁলজোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুসলিম পাড়া নামক একটি এলাকায়। বাংলাদেশ আন্ত জেলা ট্রাক চালক ইউনিয়নের সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক সুমন আহমেদ এমনটাই জানান।
তিনি আরো বলেন, তিন বোনেরী একজন স্বামী একে একে তিন বোনকে বিয়ে করেছেন সোহরাব হোসেন নামক এক নারী লোভী যুবক।
খুলনা জেলার কয়রা থানার বাগমারা এলাকার আ:রহমান সরদার এর ছেলে মো: সোহরাব সরদার তার প্রথম স্ত্রী মোসা: লিমা আক্তার (২১)কে বিবাহ করেন ৪ বছর আগে। বিবাহের ১ বছর পর প্রথম স্ত্রীকে তালাক দিয়ে প্রথম স্ত্রীর বড় বোন মোসা:মাসুমা (২২) কে বিবাহ করেন এরপর তিন বছর সাংসারিক জীবন অতিবাহিত করে দ্বিতীয় স্ত্রীর সাথে।
সম্প্রতি আবারও তিনি তার শালিকা অর্থাৎ প্রথম ও দ্বিতীয় স্ত্রীর ছোট বোন শারমিন আক্তার (১৮) কে বিবাহ করে ৩ জানুয়ারী ২০১৯ইং তারিখে।
বর্তমান তারা সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুসলিমপাড়ায় ভাড়া থাকেন। জানা যায় তিন বোন বরিশাল কোতয়ালী থানার চরাইচা গ্রামের আব্দুল মান্নান এর মেয়ে।
এবিষয়ে স্থানীয় ভাবে শালিসী সমাধানের চেষ্টা করে যাচ্ছে এলাকার গণ্যমান্যরা ব্যক্তিরা।