সোমবার, ০১ মার্চ ২০২১, ০৩:১৩ অপরাহ্ন
খবরের আলো :
মোঃ হান্নান মিয়া রাজৈর প্রতিনিধিঃ মাদারীপুর জেলা রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরে আজ সন্ধা ৮ ঘটিকার সময় অত্যাধুনিক তালুকদার ডিজিটাল প্লাজা শুভ উদ্বোধন করা হয় । উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধার অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মাননীয় নৌ পরিবহন মন্ত্রী জনাব শাজাহান খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বীর মুক্তি যোদ্ধা ধম বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি জনাব ইচমত কাজী গামা । প্রধান অতিথি তার সংক্ষিপ্ত ভাষনে দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে আগামী জাতীয় নিবাচনে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা মাকায় ভোট দেওয়ার জন্য এলাকা বাসিকে অনুরোধ করেন। এবং তিনি আরো বলেন ইসলামের হেফাজতকারী হচ্ছে মাননীয় প্রধান মন্ত্রী সে কওমী মাদ্রাসাকে মাস্টাসের সম্মাননা দিয়েছেন, তিনি উওর বঙ্গের মঙ্গা দুর করে দেশে খাদ্যে সয়ংসম্পুন করে খাদ্য রফতানী করেছেন মাননীয় প্রধার মন্ত্রীর কথা প্রতিটি গ্রাম হবে শহর তার ধারা বাহিকতায় এই ডিজিটাল প্লাজা। এ ছারা উক্ত অনুষ্ঠনে আরো জারা উপস্হিত ছিলেন তারা হলেন জনাব এম এ মোতালেব মিয়া ( সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ রাজৈর উপজেলা) জনাব মোঃ শাহজাহান মিয়া ( সাধারন সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ রাজৈর উপজেলা ও উপজেলা চেয়ারম্যান ) জনাব সোহনা নাসরীন ( উপজেলা নিবাহি অফিসার রাজৈর উপজেলা) জনাব এ এস পি সাকেল আনোয়ার হোসেন মিয়া জনাব বাবু শান্তী রন্জন দাস ( উপজেলা ভাইস চেয়ারম্যান)। এ ছারাও বাংলাদেশ আওয়ামীলীগের রাজৈর উপজেলার যুবলীগ, ছাত্রলীগ, এর নেত্রীবৃন্দু সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবগ ও কয়েকশত লোক উপস্হিত ছিলেন। তালুকদার ডিজিটাল প্লাজার ব্যবস্হাপনা পরিচালক জনাব নাজমুল হাসান, তার সংক্ষিপ্ত ভাষনে বলেন এখন থেকে আর টেকেরহাটের মানুষকে কোন কিছু ক্রয় করতে ঢাকা যওয়া লাগবে না এখানেই উন্নত মানের সব কিছু ক্রয় করতে পারবেন ।