বুধবার, ০৬ জুলাই ২০২২, ০৯:৩১ অপরাহ্ন
খবরের আলো :
রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সাত শীর্ষ নেতা।
জামিনপ্রাপ্ত অন্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
আজ বুধবার সকাল ১০টায় বিচারপতি হাফিজ উদ্দিন ও কাশেফা হোসেনের আদালতে এই জামিন আবেদন করা হয়। পরে বেলা সোয়া ১১টায় জামিনের শুনানি হয়। শুনানি শেষে বেঞ্চ বিএনপি নেতাদের আগাম জামিন মঞ্জুর করেন।
গত রোববার রাতে হাতিরঝিল থানায় নাশকতা ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয়ায় মামলাটি করা হয়।