শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০২:৩৭ অপরাহ্ন
ইজাজুল ইসলাম ,মহম্মদপুর (মাগুরা) থেকে : মাগুরার মহম্মদপুর বাজারে মৃত গরু জবাই করে মাংস বিক্রি করার অপরাধে জাহিদুল ইসলাম (৩৫), রাকিব উদ্দিন (১৯) ও সাকিব (২০) নামে তিনজনকে ৬ মাসের জেল ও ১০হাজার টাকার জরিমানা দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসিফুর রহমান। গতকাল বুধবার সকালে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
আটককৃত জাহিদুল উপজেলা সদরের আমজাদের ছেলে এবং রাকিব ও সাকিব একই এলাকার সাহেব আলীর ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মহম্মদপুর উপজেলা সদরে মৃত গরুর মাংস বিক্রি হচ্ছে। এমন সংবাদে উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে একটি দোকান থেকে ৫কেজি মাংস জব্দ করেন। বিক্রেতাসহ এর সাথে জড়িত তিনজনকে পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রন আইনে ৬মাসের জেল ও ১০হাজার টাকার জরিমানা অনাদায়ে ১মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মানোবেন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন।