শনিবার, ১৬ জানুয়ারী ২০২১, ০৯:০৪ অপরাহ্ন
ইজাজুল ইসলাম ,মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : হাজার বছরের শ্রেষ্ট বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মাগুরার মহম্মদপুরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে র্যালিতে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগসহ সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীর অংশগ্রহণে র্যালিটি উপজেলা পরিষদের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মেনার চত্ত¡রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, বালিদিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিনা, সাবেক ছাত্রলীগ নেতা মো. শরিফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা সূজন শিকদার, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপিত মো. জিহাদুল ইসলাম ও সাবেক ছাত্রনেতা সাজ্জাদুর রহমান সাগর প্রমূখ।