মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১২:১০ পূর্বাহ্ন
খবরের আলো :
কাল ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে সর্বাধুনিক ‘এস ক্ষেপণাস্ত্র -ফোর হান্ড্রেড’ প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে রাশিয়ার সাথে চুক্তি করবে ভারত। টাইমস অব ইন্ডিয়া বলছে, আগামী মঙ্গলবার এই চুক্তি সই হবার কথা রয়েছে। ৫শ’ কোটি মার্কিন ডলারের এই প্রতিরক্ষা ব্যবস্থা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম। এদিকে, এই চুক্তিতে অনাগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের উপদ্বীপ ক্রিমিয়ায় রুশ আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, রুশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণকারী যেকোন দেশের ওপরই এই নিষেধাজ্ঞা নিয়ে আসা হতে পারে। ভারতের পাশাপাশি রাশিয়ার এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে পারে চীন, তুরস্ক, সৌদি আরব ও কাতার।