বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০১:০৮ পূর্বাহ্ন
খবরের আলো :
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে শ্রীমঙ্গল র্যাব-৯ তেলিয়াপাড়ায় অভিযান চালিয়ে ৫শ পিছ ইয়াবা সহ মাদক চোরাকারবারী জিতু মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে। সে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের দক্ষিন সুরমা গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে। বুধবার সকালে র্যাবের দায়ের করা মাদক মামলায় মাধবপুর থানা পুলিশ জিতু মিয়াকে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করেছে। শ্রীমঙ্গল র্যাব-৯ এর অধিনায়ক বিমান চন্দ্র কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তার নেতৃত্বে র্যাব সদস্যরা তেলিয়াপাড়ায় অভিযান চালিয়ে জিতু মিয়াকে ৫শ পিছ ইয়াবা সহ গ্রেফতার করে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় মাধবপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণে র্যাব একটি মামলা করেছে।