রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩৩ অপরাহ্ন
খবরের আলো :
মিঠুন বসাক, সিরাজগঞ্জ প্রতিনিধি :উল্লাপাড়া উপজেলার জামায়াতের সাধারন সম্পাদকে হ্যান্ডকাম সহ ছিনতাইয়ের ঘটনায় উল্লাপাড়া থানায় পুলিশ বাদী ৭৩ জন কে আসামি করে ও আরও অজ্ঞাত ১৫০ জনের নামে মামলা দায়ের করে। এর মধ্যে ৭ জন আওয়ামীলীগ নেতার নামও রয়েছে।
থানা পুলিশ বাদী মামলা করার পর গত ২ দিনে এ পর্যন্ত আওয়ামীলীগ ও ছাত্রলীগ নেতা সহ বিএনপি জামায়াতের ২১ নেতাকর্মী কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার ঘাটিনার ওসমানের ছেলে নাজমুল হোসেন (২৮),প‚র্বদেলুয়া গ্রামের এন্তাজ আলীর ছেলে বড়হর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম (৩৫),কয়ড়া চর-পাড়া গ্রামের গঞ্জের আলী ফকিরের ছেলে মনোয়ার হোসেন (৫০),কয়ড়া কৃষ্ণপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে নজরুল ইসলাম (৩৫)সরাতলা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে মুনছুর রহমান (৪০) গগন উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬৫),হাজী ওয়াহাব আলীর ছেলে রেজাউল (৪৫),দারোগ প্রামাণিকের ছেলে আব্দুল লতিফ (২৮),হাজী হাজরত আলীর ছেলে বাবলু (৪০),ইয়াকুব আলীর ছেলে ইউসুব আলী (২৮), কয়ড়া খামারবাড়ির জব্বার ফকিরের ছেলে মঞ্জু হোসেন (২৮), ভেংড়ী গ্রামের ছবুর আকন্দের ছেলে শাহিন আলম (২৫),হাজী মোজদার আলীর ছেলে শাহাদত (৩৮),মোন্নাফ আলীর ছেলে রবিউল করিম (২২),হাজী জালমাহমুদের ছেলে রেজাউল করিম (৪০), জহুরুল ইসলামের ছেলে রুহুল আমিন (২০), কয়ড়া চরপাড়া গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে জুয়েল রানা (২৬), সোলাইমান আলীর ছেলে আফজাল হোসেন (৩৬), মৃত বাহাদুর আলীর ছেলে আব্দুল মজিদ (৪৬) ও একই গ্রামের গোলাম মওলার ছেলে খায়রুল ইসলাম (২৫), ও তাড়াশ উপজেলার দক্ষিণ শ্যামপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে সুরুজ মিয়া (৩৫)।
উলাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহম্মেদ জানান, ঘটনায় জড়িত সকল আসামি কে আইনের আওতায় আনা হবে। আসামীদের ধরতে বিভিন্ন জায়গায় পুলিশের অভিযান অব্যাহত আছে।
উলেখ্য যে গত সোমবার (১অক্টোবর) দুপুরে কয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোঃ ছাইফুল ইসলাম খোকার বাবা মরহুম জয়নাল আবেদীনের কুলখানি অনুষ্ঠানে দাওয়াত খেতে আসা জামায়াত নেতা আলাউদ্দিন আল আজাদকে পুলিশ আটক করে। তাকে আটক করে নিয়ে আসাকালে সেখানে উপস্থিত জামায়াত নেতা কর্মীসহ অন্যরা পুলিশের উপর হামলা চালিয়ে আটক ওই জামায়াত নেতাকে ছিনিয়ে নেয়। রাতেই উলাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন কুমার সাহা বাদী হয়ে ৭৩ জনের নাম উলেখসহ দু’শতাধিক ব্যক্তির বিরুদ্ধে বাদী হয়ে সোমবার (১ অক্টোবর) একটি মামলা দায়ের করেন।