বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ১২:৫৭ পূর্বাহ্ন
খবরের আলো :
ফ্রান্সে বাংলাদেশি প্রবাসীরা নানা সময়ে ভিনদেশি দ্বারা নির্যাতন এবং সাম্প্রতিক সময়ে কুমিল্লা জেলা সমিতির সভাপতি সাত্তার আলী সুমন শাহ আলমের ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলায় নির্যাতিত হওয়ার প্রতিবাদে সম্প্রতি প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে প্রতিবাদ ও বিক্ষোভসভা করেছে ফ্রান্সের কুমিল্লা জেলা সমিতি। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন আহমেদ। বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ সেলিম, মিজানুর রহমান শিকদার, মিজান চৌধুরী মিন্টু, আমিন খান হাজারী, আব্দুল কাইয়ুম সরকার, হেনু মিয়া, মোহাম্মদ আলী ভুট্টু, সুব্রত ভট্টাচার্য শুভ, শাহীন আরমান চৌধুরী, কামাল মিয়া, ফয়সাল আহাম্মেদ দ্বীপ, রবিউল হাসান, মাহমুদুল হাসান, এমদাদুল হক স্বপন, আব্দুল্লাহ আল তায়েফ, রাসেল আহমেদ প্রমুখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন নজরুল ইসলাম চৌধুরী। এ সময় বক্তারা এ হামলার তীব্র নিন্দা জানান এবং আগামীতে এ ধরনের হামলায় কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা করেন।