শুক্রবার, ২৭ মে ২০২২, ০৯:৫১ পূর্বাহ্ন
খবরের আলো :
চলতি বছরে রসায়নশাস্ত্রে যৌথভাবে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। এ তিন বিজয়ী হলেন, মার্কিন রসায়নবিদ ফ্রান্সেস এইচ আরনল্ড ও জর্জ পি স্মিথ এবং ব্রিটিশ রসায়নবিদ স্যার গ্রেগরি পি উইন্টার।
বুধবার সুইডেনের স্টকহোমের কারোলিনস্কা অ্যাকাডেমিতে স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে বিজয়ীদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস।
রসায়নে নোবেল বিজয়ী তিন বিজ্ঞানীদের মধ্যে এইচ আর্নল্ড এনজাইমের বিবর্তনের পরিচালনার জন্য নোবেলের ৫০ শতাংশ পেয়েছেন। আর বাকি ৫০ শতাংশের মধ্যে অর্ধেক করে পেয়েছেন জর্জ পি. স্মিথ ও গ্রেগরি পি. উইন্টার। ২৫ শতাংশ করে দুইজন পেয়েছেন পেপটাইড এবং অ্যান্টিবডির ফেজ প্রদর্শন করার জন্য।