সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ১১:৪৭ অপরাহ্ন
দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে উপজেলার সীমান্ত এলাকা প্রাগপুর বাজারে সীমান্ত ব্যাংকের ১৪ তম শাখা ও ১৫ তম এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
রোববার (২০ জানুয়ারী) বেলা ১১টায় সীমান্ত সংলগ্ন প্রাগপুর বাজারে সীমান্ত ব্যাংকের শাখা ও এটিএম বুথ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্ণেল বেনজীর আহমেদ, এএফডবিøউসি, পিএসসি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সীমান্ত ব্যাংকের চীফ অপারেটিং অফিসার রফিকুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন প্রাগপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম মুকুল, রুপালী ব্যাংক হোসেনাবাদ শাখা ব্যবস্থাপক আব্দুল হাকিম, দৌলতপুর থানার ওসি (তদন্ত) আজগর আলী সহ এলাকার সর্ব স্তরের সুধীজন।