শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১০:৫০ অপরাহ্ন
খবরের আলো :
অবশেষে প্রেমের ইতি টানলেন বলিউডের অ্যাকশন হিরো টাইগার শ্রফ ও সুপার হট অভিনেত্রী দিশা পাটানি।টানা তিন বছর চুটিয়ে প্রেমের পর দুজন মিলেই এ সিদ্ধান্ত নিয়েছেন।
বিটাউনে গুঞ্জন ছড়িয়েছে, অনেক দিন ধরেই এই যুগলের সম্পর্ক ভালো যাচ্ছিল না।
বিনোদন সংবাদমাধ্যম বলিউড লাইফকে ঘনিষ্ঠ সূত্র বলেছে, এর আগে দুজনের মধ্যে বেশ তর্কাতর্কি হয়। তারা অনেক চেষ্টা করেছেন, যেন সম্পর্কটা আগের মতো জ্বলে ওঠে। কিন্তু ব্যর্থ হয়েছেন। তাই নিজেদের শান্তির জন্যই তারা আলাদা হয়ে গেছেন।
সূত্রটি আরও বলেছে, এ দুই তারকার হাতেই বেশ কিছু অসাধারণ প্রকল্প আছে। তারা এখন পেশাগত জীবনেই মনোযোগ দিতে চান। আর এটা সম্পর্ক পুনর্বিবেচনার ক্ষেত্রে তাদের কিছুটা সময় দেবে।
টাইগার শ্রফ ও দিশা পাটানি রুপালি পর্দার জুটি হয়েছিলেন ‘বাঘি-২’ ছবিতে, যেটি বক্স অফিসে দারুণ হিট করে। অ্যাকশন ও রোমান্সধর্মী চরিত্র দিয়ে তারা ভক্তর মন জয় করেছেন। অবশ্য এ গল্পও প্রচলিত আছে, দিশার পরিবার এ সম্পর্ক মেনে নিচ্ছে না।