শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১, ০৩:১০ অপরাহ্ন
খবরের আলো ডেস্ক :
নানারকম হয়রানি ও ভয় কাজ করে পালিয়ে বিয়ে করা জুটির মধ্যে। এখন থেকে আর ভয় নেই। প্রেম করে পালিয়ে বিয়ে করা জুটিকে আশ্রয় দেবে স্বয়ং পুলিশ। এমন ঘোষণা দিয়েছে ভারতের রাজস্থান সরকারের পুলিশ সদর দফতর।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, রাজস্থান সরকারের পুলিশ সদর দফতর পলাতক দম্পতিদের জন্য ‘শেল্টার হোম’ তৈরির কথা ভাবছে। রাজ্য পুলিশের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল জঙ্গা শ্রীনিবাস রাও জানান, পলাতক দম্পতিদের যাতে কোনো বিপদে পড়তে না হয় সে কারণেই এমন ভাবনা।
তিনি বলেন, রাজ্য পুলিশের সদর দফতর থেকে সব জেলার পুলিশকে সদ্য ঘর পালিয়ে সদ্য বিবাহিতদের সর্বাত্মকভাবে সহযোগিতার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এসব সদ্য বিবাহিত জুটিকে সহযোগিতায় সব পুলিশ রেঞ্জ ও জেলা স্তরে সিনিয়র মহিলা পুলিশ অফিসারও মোতায়েন করার ঘোষণা দেয়া হয়েছে।