শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০১:৪৯ অপরাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আবু কাউছার নামে এক মাদ্রাসা শিক্ষক ২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার বেজুড়া গ্রামের আবু তাহেরের ছেলে। নিখোঁজ আবু কাউছারের পিতা আবু তাহের জানান, গত ২০ জানুয়ারী ঢাকায় একটি পরীক্ষা দেওয়ার জন্য আবু কাউছার বাড়ি থেকে বের হয়। ২১ জানুয়ারী দুপুর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এরপর থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। আবু কাউছার আশুগঞ্জ উপজেলার আড়াইসিদা গ্রামের একটি মাদ্রাসার ইমামতির পাশাপাশি মসজিদ ভিত্তিক গণশিক্ষায় শিক্ষকতা করতেন। এ ব্যাপারে তিনি মাধবপুর থানায় একটি সাধারণ ডায়েরীর আবেদন করেছেন।