শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১, ০৮:০৯ পূর্বাহ্ন
জিম্বাবুয়েতে তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে বর্বরতা চালানোর অভিযোগ উঠেছে দেশটির পুলিশের বিরুদ্ধে। এতে আরও ক্ষুব্ধ হয়ে উঠেছেন মানুষ। বিবিসি আল-জাজিরা।
পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ সম্মেলন ফেলে সোমবার রাতে সুইজারল্যান্ড থেকে দেশে ফিরে এসেছেন জিম্বাবুয়ান প্রেসিডেন্ট এমারসন মানাগুয়া। নিরাপত্তা বাহিনীর সদস্যদের অসদাচরণ তদন্তের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
মঙ্গলবার টুইটার বার্তায় প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যদের দমনপীড়ন বা অসদাচরণ অগ্রহণযোগ্য এবং নতুন জিম্বাবুয়ে গঠনের ক্ষেত্রে এটি বিশ্বাসঘাতকতার শামিল।’
তিনি আরো বলেন, ‘বিশৃংখলা ও অবাধ্যতা বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অসদাচরণ তদন্ত করা হবে।’
মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে বিক্ষোভ চলাকালে মোট ১২ জনকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। তবে নিহতের এ সংখ্যার কথা স্বীকার করেনি সরকার।
জিম্বাবুয়ের বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ বলেছে, বিক্ষোভকারীদের ওপর বর্বর অভিযান চালিয়েছে পুলিশ।