শনিবার, ২৩ জানুয়ারী ২০২১, ০২:২৪ অপরাহ্ন
মহিউদ্দীন আহমেদ ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃশ্রীপুরে ব্রেক ফেল করে কারখানার শ্রমিকবাহী গাড়ি দুর্ঘটনায় আহত শ্রমিক আম্বিয়া খাতুন (৪৫) মারা গেছেন। আজ (২৩জানুয়ারী)বুধবার ভোর ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত সোমবার সন্ধ্যায় কারখানা থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় গার্ডেনিয়া কারখানার শ্রমিকবাহী গাড়ি বরমী জনতার মোড়ে ব্রেক ফেল করে দুর্ঘটনায় পড়লে আম্বিয়া খাতুন আহত হন।
আম্বিয়া খাতুন উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের বিল্লাল হোসেনের স্ত্রী ও নান্দিয়া সাঙ্গুন গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। সে এক ছেলে ও এক মেয়ের জননী। তার স্বামী ও ছেলে প্রবাসী। গত ছয় মাস ধরে বরমী এলাকার ছিটপাড়া গ্রামের গার্ডেনিয়া গার্মেন্টস কারখানায় অপারেটর পদে চাকরি করতেন আম্বিয়া।
স্থানীয় ওয়ার্ড সদস্য জাকির হোসেন জানান, এ ঘটনায় কারো কোন অভিযোগ না থাকায় দুর্ঘটনার বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়নি।