মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১, ১০:২২ পূর্বাহ্ন
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরা সদর ০২ আসনের পুনরায় নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সংগঠনের সভাপতি মো. জাফর আলী মোল্যার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য গণমানুষের প্রাণের নেতা বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন,‘এ সম্মাননা আপনাদের জন্য। আপনারা মুল্যবান ভোট দিয়ে আমাকে এমপি নির্বাচিত করেছেন বলে আজ আমি সম্মানিত। এ ফুল, শ্রদ্ধা ও ভালবাসা আপনাদেরই প্রাপ্য। সাতক্ষীরাবাসীর শ্রদ্ধা ফুল ও ভালবাসায় আমি ধন্য। সাতক্ষীরার উন্নয়নের গুরু দায়িত্ব আমাকে দিয়েছেন। সেই মহান দায়িত্ব নিরলসভাবে আল্লাহ-তায়ালা যেন সঠিকভাবে আমাকে পালন করার তৌফিক দেন সেই দোয়া করবেন।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. তোফাজ্জেল হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সিরাজুল ইসলাম, মীর ওমর আলী, আব্দুল করিম, যুগ্ম সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক ইয়ার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোড়ল, কোষাধ্যক্ষ আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক আবুল খায়ের, প্রচার সম্পাদক মফিজুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুল বারী।