বুধবার, ২০ জানুয়ারী ২০২১, ০৫:১৮ পূর্বাহ্ন
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের হাকিমপুরে দিন দিন বাড়ছে সরিষার চাষ, সরিষা হলুদ ফুলে ঢেকেঁ আছে এলাকার বির্স্তীন মাঠ। সরিষা জমি পরিচর্যায় ব্যস্ত সময় পার করছে কৃষকরা।সেই সাথে গুন গুন শব্দে মধু সংগ্রহে মেতেছে উঠেছে মৌমাছিরা। আবহাওয়া ভালো থাকায় ভালো ফলনের আশা কৃষকের।
রোপা আমনের ফসল ঘরে তোলার পর মাঠের জমি গুলো পতিত থাকতো। বর্তমানে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় বিনামূল্যে সার,বীজ প্রদান করায় এই এলাকায় বোনাস ফসল হিসেবে দিন দিন সরিষা চাষ বাড়ছে। মাঠগুলোর সরিষা ক্ষেতে হলুদের সমারোহ যেন শিল্পীর নিপুন ছোঁয়ায় কেউ রাঙাগিয়ে দিয়েছে ,হলুদে হলুদে দোল খেলানো সরিষার গাছ গুলো যেন প্রকৃতির অপরূপ সৌন্দর্য্যেরে সাক্ষী। উপজেলায় এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। এখানকার মাটি ও আবহাওয়া সরিষা চাষের উপযোগী হওয়ায় সরিষা চাষে আগ্রহ বাড়ছে এখানকার কৃষকদের। ইতিমধ্যে বেশ কিছু জমিতে ভালো এবং উন্নত জাতের সরিষা দানা বেঁধে ফেলেছে। আগাম জাতের আমন ধান কাটার পর আবার ওই জমিতে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। স্বল্প শ্রমে এবং কম খরচে অধিক লাভবান হওয়া যায় সরিষা চাষ করে।
হাকিমপুর উপজেলা কৃষি অফিসার শামীমা নাজনীন জানান,এবার হাকিমপুর উপজেলার তিনটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৮শ ৩০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ হয়েছে। যা গত বছরের তুলনায় অনেক বেশী চাষ হচ্ছে। বারি ৯, বারি ১১, বারি ১৪, বারি ১৫ ও বিনা সেঁচে চাষ হচ্ছে নতুন জাতের সরিষা । এই এলাকার চাষীরা এটাকে বোনাস ফসল হিসেবে গ্রহন করছে।আমরা কৃষকদের সার্বক্ষনিক বিভিন্ন পর্রামশ ও সহযোতিা দিয়ে যাচ্ছি। আশা রাখি এবার সরিষার বাম্পার ফলন পাবে এই উপজেলার কৃষকরা।