রবিবার, ২৪ জানুয়ারী ২০২১, ১২:৩৯ অপরাহ্ন
হাবিবুরররহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি : পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে কুয়াকাটা টুরিস্ট পুলিশের উদ্যোগে রেলী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে রেলী শুরু করে সমুদ্র সৈকতে এসে এক পথ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ সুপার রেজাউল করিম। পথসভায় পুলিশ সুপার বলেন, দেশের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তাসহ বন্ধু হিসেবে পুলিশ তাদের পাশে সব সময় আছে। কুয়াকাটায় আগত সকল পর্যটকদের সেবায় ট্যুরিস্ট পুলিশ সদা সর্বদা সেবা দিয়ে যাচ্ছে এবং যাবে। এ সময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা প্রেসক্লাব সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের সকল সদস্য, পর্যটন ব্যবসায়ী ও সংবাদকর্মীরা।