সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৮:০১ অপরাহ্ন
শেখ আমিনুর হোসেন,সাতক্ষীরা ব্যুরো চীফ:সাতক্ষীরা পুলিশ লাইন স্কুলে এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার স্কুল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিতি ছিলেন সাতক্ষীরার পুলিশ সুপার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: সাজ্জাদুর রহমান। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: ইলতুৎমিশ, সহকারী পুলিশ সুপার (সদর) মো: হুমায়ুন কবির, স্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রশিদ হাসান খান চৌধুরী। পবিত্র কুরআন তেলওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। পবিত্র কুরআন তেলওয়াত করেন সাতক্ষীরা পুলিশ লাইন মসজিদ খতিব হাফেজ মাওলানা আমিরুল এহসান। অনুষ্ঠানে গীতা পাঠ করেন দীব্য রাণী দাস। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য স্কুলেন প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রশিদ হাসান খান চৌধুরী বলেন, আমাদের স্কুলে এই বছর ৯৫ জন এসএসসি পরীক্ষার্থী আছে। আমি আশা করব আমাদের স্কুলের সব শিক্ষার্থী সফলতার সাথে পরীক্ষায় উত্তির্ণ হবে। তিনি তার বক্তব্যে পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা দেন। তিনি আরো বলেন তোমরা আমাদের প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছো, আমি চাই তোমরা এগিয়ে যাবে দেশের কল্যানে। তোমরা প্রতি আমাদের দোয়া সব সময় থাকবে। প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরার পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান বলেন, আজ থেকে তোমাদের জীবনের আরেক অধ্যায়ের শুরু হচ্ছে। তোমাদের জীবনের জন্য এই পরীক্ষাটি খুব গুরুত্বপূর্ণ। যারা এই পরীক্ষাটি সুন্দর ভাবে পার করতে পারবে তারাই সামনের দিন গুলোতে এগিয়ে যাবে। ব্যক্তিগত স্বার্থের জন্য তোমাদের ভাল রেজাল্ট করতে হবে। তোমাদের উপর দায়িত্ব স্কুলের নাম উজ্জ্বল করা। তিনি স্কুলের জন্য নতুন বিল্ডিং ও স্কুল প্রাজ্ঞনে সততা ষ্টোর চালুর ঘোষণা দেন। এর পর বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের তিনি পুরষ্কার তুলে দেন। উক্ত অনুষ্ঠানে বিদায়ী সংবধর্ন পাঠ করেন সাদিয়া আঁখি। সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মীর রফিউল ইসলাম(রফিক)।