বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ০৯:১৬ পূর্বাহ্ন
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরার পাটকেলঘাটার একটি মাদ্রাসার পুকুর থেকে ইসমাইল হাসান (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে পাটকেলঘাটা হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসার পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ইসমাইল হাসান পাটকেলঘাটা থানার খলিষখালি ইউনিয়নছর এনায়েতপুর গ্রামের শাহাবুদ্দিন গাজীর ছেলে।
পাটকলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা জানান, পাটকেলঘাটা হাজরাপাড়া হাফিজিয়া মাদ্রাসার হোষ্টেল থেকে ইসমাইল ওই মাদ্রাসায় পড়াশুনো করতো। তার মৃগীরোগ ছিলো বলে তার পরিবার কাছ থেকে জানা গেছে। সোমবার ভোরে সে ফজরের নামাজ পড়ার জন্য ওই মাদ্রসার পুকুর ওজু করতে যেয়ে পানিতে পড়ে সে আর উঠতে পারেনি। সকালে স্হানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।