সোমবার, ২৫ জানুয়ারী ২০২১, ০৮:৩৭ অপরাহ্ন
হাবিবুররহমান মাসুদ,পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর পায়রা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ মিটার কারেন্ট জাল ও বেহুন্দি জাল উদ্ধার করেছে কোস্টগার্ড। সোমবার দিবাগত রাত থেকে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব জাল উদ্ধার করা হয়। পরে পায়রা নদী তীরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে এসব জাল পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলা জালের মুল্য ৩৫ লাখ টাকা বলে জানায় মৎস্য অফিস।
পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী জানান, মৎস্য সম্পদ রক্ষায় ১৫ জানুয়ারী থেকে ৪ ফেব্রæয়ারী পর্যন্ত বিশেষ অভিজান পরিচালতি হচ্ছে। অভিযানের অংশ হিসেবে আজ প্রায় ৩৬ লাখ টাকার কারেন্টজাল ও বেহুন্দিজাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়। অভিজানে জেলা মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডারসহ মৎস্য বিভাগের সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।