বৃহস্পতিবার, ০৪ মার্চ ২০২১, ১০:২৩ অপরাহ্ন
খবরের আলো :
সাভারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় ফুলকি পত্রিকার সম্পাদক নাজমুস সাকিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে ঢাকার দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক প্রদীপ কুমার দাসের আদালতে আত্মসমর্থন করলে আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ৬ আগস্ট রাতে দৈনিক ফুলকির অনলাইনে প্রধানমন্ত্রীকে কটুক্তি করে সংবাদ প্রকাশ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় সাভার উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজী বাদী হয়ে সাভার মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।