বুধবার, ২৭ জানুয়ারী ২০২১, ১০:৩৬ অপরাহ্ন
সাহাদাৎ হোসেন শাহীন,স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে একটি খালের উপর প্রায় ৩০ বছর আগে নির্মিত ব্রীজটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। ব্রীজের মধ্যস্থলে প্রায় ৪ ফুট অংশে ইট-সিমেন্টের ঢালাই উঠে গিয়ে রড বেরিয়ে পড়েছে। এতে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা।
ঝুঁকিপূর্ণ এই ব্রীজ দিয়ে প্রতিদিন পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী সহ আশপাশের কয়েকটি ইউনিয়নের প্রায় ৪০ গ্রামের মানুষ চলাচল করে। এছাড়া প্রতিদিন অসংখ্য সিএনজি, রিক্সা, অটোরিক্সা, নসিমন, মোটরসাইকেল, প্রাইভেটকার ও পিকআপভ্যান সহ অন্যান্য যানবাহনের চলাচল রয়েছে ব্রীজটির উপর দিয়ে। এলাকাবাসী কয়েকবার নিজ উদ্যোগে ব্রীজটির সংস্কার
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কে একটি খালের উপর প্রায় ৩০ বছর আগে নির্মিত ব্রীজটি এখন মরণফাঁদে পরিনত হয়েছে। ব্রীজের মধ্যস্থলে প্রায় ৪ ফুট অংশে ইট-সিমেন্টের টিকেনি। গত রবিবার বিকেলে তাদেরকে আবারো সংস্কার করতে দেখা গেছে।
এলাকাবাসীর দাবি, ঝুঁকিপূর্ণ এই ব্রীজটিতে যে কোন মূহুর্তে বড় ধরনের দুর্ঘটনা এবং প্রাণহানীর আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে এখানে একটি নতুন ব্রীজ নির্মাণ করতে তারা স্থানীয় সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার কাছে জোড়ালো দাবি জানিয়েছেন।