শনিবার, ২১ মে ২০২২, ০২:২৩ পূর্বাহ্ন
খবরের আলো :
চলতি বছর অনলাইন অনুসন্ধানে ‘সবচেয়ে বিপজ্জনক সেলিব্রেটি’ হিসেবে উঠে এসেছে কিম কার্দাশিয়ানের নাম। যদিও তিনি ক্ষতিকারক নন, তবুও সবচেয়ে ভয়ঙ্কর নাম কিম কার্দাশিয়ান!
বিষয়টি আপনার কাছে বেশ অবাক করা মনে হতে পারে। কিন্তু এটাই সত্যি! তবে বাস্তবে এই সেলিব্রিটি কারো জন্য ক্ষতিকারক নন। তার নামটি অনলাইনে সবচেয়ে বিপজ্জনক। যুক্তরাজ্যে অনলাইনে সার্স করার ক্ষেত্রে ‘Kim Kardashian’ নামটি ব্যবহার করছে হ্যাকাররা।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিপজ্জনক সেলিব্রেটির তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অভিনেত্রী নাওমি ক্যাম্বেল। তৃতীয় অবস্থানে কার্দাশিয়ানের বোন কোর্টনি কার্দাশিয়ান।
বিশ্বব্যাপী জনপ্রিয় সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান ম্যাকফি এ তথ্য প্রকাশ করেছে। ম্যালিশিয়াস ওয়েবসাইটগুলো (ভাইরাস ছড়ানো ও হ্যাকিংয়ে জড়িত) কোন কোন সেলিব্রিটির নাম ব্যবহার করে সাইবার ক্রাইম করছে তা নিয়ে একটি গবেষণা করে এই ফলাফল প্রকাশ করেছে।
গত বছর সবচেয়ে বিপজ্জনক সেলিব্রেটির তালিকায় শীর্ষে ছিলেন ইংরেজ গায়ক ক্রেইগ ডেভিড।
বিশেষজ্ঞরা বলছেন, সাইবার অপরাধীরা তাদের বিদ্বেষমূলক সাইটগুলোতে অনুসন্ধান বাড়াতে কিম কার্দাশিয়ানের মতো তারকার নাম ব্যবহার করে থাকেন। সে হিসেবে এ বছর সবচেয়ে কিমের নাম উঠে এসেছে।