সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ০১:২২ অপরাহ্ন
হাবিবুর রহমান মাসুদ, পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় তিন দিন ব্যাপী বস্ত্র, কুটির শিল্প পণ্যমেলা ও পিঠা উৎসব উদ্বোধন করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত¡াবধানে অ্যাসোসিয়েশন ফর রাইটস অ্যান্ড পিস (এআরপি) উপজেলা পর্যায়ে তৃনমূল নারী উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ মেলা ও উৎসবের আয়োজন করেছে। প্রথম বারের মতো আয়োজিত তিনদিনের এ মেলা ও উৎসবের সমাপ্তি হবে সোমবার। মেলা ও উৎসবে বিভিন্ন পণ্য সামগ্রীর ২০টি স্টলে স্থানীয় নারী উদ্যোক্তারা তাঁদের পণ্য সামগ্রীর পসরা সাঁজিয়ে অংশগ্রহন করেছেন।
শনিবার সকাল ১০টায় পৌর শহরের হ্যালিপ্যাড মাঠে প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা আক্তার’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলা ও শিশু বিষয়ক উপ-প্রধান ও কর্মসূচী পরিচালক এসএম শাকিল আক্তার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ড. শহিদুল ইসলাম বিশ্বাস, উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নান প্রমুখ।