বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১১:৫৫ অপরাহ্ন
রাজু হাওলাদার স্টাফ রিপোর্টার : সাভার মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দ্বায়িত্ব পেয়েছেন ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এএফএম সায়েদ। রবিবার দুপুর সাভার মডেল থানায় সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল নবনিযুক্ত অফিসার ইনচার্জকে তার দ্বায়িত্ব বুঝিয়ে দেন। এতে আব্দুল আউয়ালের স্থলাভিষিক্ত হলেন এএফএম সায়েদ।
এসময় নতুন অফিসার ইনচার্জকে ফুল দিয়ে বরণ করে নেন সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা।দায়িত্ব গ্রহনকালে সাভার মডেল থানায় নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ জানান সাভার মডেল থানার দায়িত্ব পেয়েছি আমার উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করার সর্বাত্মক চেষ্টা করবো।
এই এলাকার সাধারণ মানুষের যে কোনো সমস্যা সমাধানে পিছুপা হবো না বরং নিরলস কাজ করে যাবো।
এদিকে আব্দুল আউয়াল আপাতত ঢাকা জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে ডিআইও ওয়ান হিসেবে যাচ্ছেন। আর ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পাচ্ছেন বলে পুলিশ সূত্রে জানা যায়
।সাভার মডেল থানার দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: সাঈদুর রহমান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তাহমিদুল ইসলাম, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) মোঃ আবুল বাশার সাভার মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সওগাতুল ইসলাম ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মোঃ ইলিয়াস হোসেন এএসআই মো: শরিফ আহাম্মেদ, এএসআই আমিনুল ইসলাম সহ সাভার মডেল থানায় কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।
উল্লেখ্য, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ থাকাকালীন এএফএম সায়েদ তার সঠিক নির্দেশনার মাধ্যমে সাভার,আশুলিয়া ও ধামরাইয়ের আইনশৃংখলা পরিস্থিতি উন্নতির দিকে নিয়ে যান। সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বনের কারণে এসব এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন।
অতি দ্রুত বিভিন্ন চাঞ্চল্যকর ক্লু-লেস মামলার রহস্য উদঘাটনে সর্বমহলে অসংখ্য প্রশংসা ও ভালোবাসা কুড়িয়েছেন সাভার মডেল থানায় সদ্য নিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) এএফএম সায়েদ। তিনি পূর্বের ন্যায় ভবিষ্যতেও মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে যাবেন এমনটিই প্রত্যাশা সচেতন মহলসহ সকলের।