বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১, ১১:০১ পূর্বাহ্ন
শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ: সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটককৃত হচ্ছে জেলার দেবহাটা উপজেলার নাজমুল হাসান ও যশোর জেলার মনিরামপুর এলাকার মোকছেদ আলী। সোমবার দুপুরে শহরের কামালনগরের বাইপাস সড়কের পাশ থেকে উক্ত ফেন্সিডিলসহ দু’জন মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো: আলী আহমেদ হাশমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে এসে আই রবিন চন্দ্র মন্ডল, এএসআই বিষ্ণু ঘোষাল, এএসআই শরীয়াতুল্লাহসহ সংঙ্গীয় ফোর্সের সহযোগীতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সাতক্ষীরা সদরের কামাননগর খড়িবিলা বাইবাস সড়কে অভিযান চালিয়ে সড়কের পার্শ্ববর্তী থেকে ২০০ বোতল ফেন্সিডিলসহ নাজমুল হোসেন ও মোকছেদ আলীকে গ্রপ্তার করে পুলিশ। এসময় নাজমুল হোসেনের দেহ তল্লাসী করে ১৪৫ বোতল ও মোকছেদ আলীর দেহ তল্লাসী করে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
আকটকৃত মাদক ব্যবসায়ীদের নামে রাতে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।