খবরের আলো :
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ শ্রীনগরে “চিন্ত ও তৎপরতার সহযোগী, মিডিয়া তালিকাভূক্ত” দেশের শীর্ষ সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ২,ফেব্রুয়ারী শনিবার বেলা ১১টায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সোসাইটি শ্রীনগর উপজেলা শাখার আয়োজনে এ প্রতিষ্ঠা বার্ষিকী- কেক কেটে ও মিষ্টি বিতরণের মাধ্যমে উৎসব মূখর পরিবেশে উদ্যাপন করেন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদুল হাসান মোয়াজ্জেম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিকল্প যুবধারা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ নূর হোসেন সুমন। আরোও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সোসাইটি শ্রীনগর উপজেলা শাখার সভাপতি সুমন হোসেন শাওন, প্রচার সম্পাদক হামিদুল ইসলাম স¦পন, ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম রনি, নির্বাহী সদস্য মোফাজ্জল হোসেন, সাধারণ সদস্য সাইদুর ইসলাম বাবু, এ্যাড. মোস্তাফিজুর রহমান, ইন্টারন্যাশনাল হিউম্যানরাইটস্ এন্টিক্রাপশন ক্রাইম ইনভেষ্টিগেশন সোসাইটির ইনফরমেশন অফিসার দিল মোহাম্মদ চাপরাসি, শ্রীনগর সাংবাদিক ক্লাবের নির্বাহী সদস্য জাকির হোসেন লস্কর, বিকল্প যুবধারা নেতা- আমিনুল ইসলাম শ্যামল, আরাফাত দেওয়ান, জাকির হোসেন, তুহিন শেখ, এসএম আল আমিন, হাঁসাড়া ইউপি সে¦চ্ছা সেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল হোসেন প্রমূখ।