বুধবার, ১৩ জানুয়ারী ২০২১, ০৭:৫৫ অপরাহ্ন
মস্তফা কবির,আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনা জেলা বিবাহ রেজিস্ট্রার ও কাজী সমিতির সভাপতি এবং জমিয়তুল মোদাররেসীন প্রতিষ্ঠাতা সভাপতির মাওলানা আবু জাফর মোঃ সালেহ’র মৃত্যুতে বুধবার দুপুরে আমতলী ও তালতলী উপজেলা জমিয়তুল মোদাররেসীনের উদ্যোগে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
আমতলী উপজেলা জমিয়তুল মোদাররেসীনের সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আঃ হাই’র সভাপতিত্বে উপজেলা জমিয়তুল মোদাররেসীন কার্যালয়ে শোক সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবর রহমান, বরগুনা আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রশিদ।
তালতলী ছালেহিয়া আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওঃ মোঃ মজিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন আমতলী বন্দর হোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ মোঃ মোক্তারুল ইসলাম, অধ্যক্ষ মাওঃ মোঃ ইউনুচ হাওলাদার, কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা আবু জাফর মোঃ সামসুদ্দোহা, গাজীপুর ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ একেএম খোর্শ্বেদ আলম, অধ্যক্ষ মাওঃ শহিদুল ইসলাম, চিলা আমিনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ একেএম রুহুল আমিন, তালতলী ছালেহিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ হারুন অর রশিদ, বরগুনা কেওড়াবুনিয়ার মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোঃ গোলাম ফারুক, চন্দনতলা এজি দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ আবুল হোসাইন, ঘোপখালী আল আমিন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা একেএম ইসমাইল, আমতলী জমিয়তুল মোদাররেসীন সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আনোয়ার হোসাইন, মরহুমের ছেলে মোঃ সাইফুল্লাহ নাসির প্রমুখ। বক্তারা মরহুমের কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।